নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারকে হটাব : খন্দকার মোশাররফ
![বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ছবি- সংগৃহীত বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/খন্দকার-মোশাররফ-হোসেন-বিএনপি-রাজনীতি-eyenews-2301211905.jpg)
বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ছবি- সংগৃহীত
কোনো স্বৈরাচার আপসে ক্ষমতা ছাড়ে না। তাদের সরাতে গণঅভ্যুত্থান প্রয়োজন হয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অতীতে যেমন গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে হটিয়েছি, তেমনি বর্তমান সরকারকেও হটাব। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিদায় করা আমাদের প্রথম দফা। যেভাবে দেশ চলছে, সেভাবে চলতে পারে না। আমরা দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই। এ জন্যই ২৭ দফা প্রণয়ন করা হয়েছে।’
‘জিয়াউর রহমান নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রথমে বিদ্রোহ করেন’- মন্তব্য করে তিনি বলেন, ‘তার নেতৃত্বে দেশবাসী মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু বর্তমান সরকার জিয়াউর রহমানকে পাকিস্তানের চর হিসেবে পরিচিত করাতে অপচেষ্টা চালাচ্ছে। অথচ বিদেশি গণমাধ্যমে এবং বিভিন্ন লেখকের বইয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর আওয়ামী লীগ সেটাকে বিকৃত করছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখাচ্ছে। কিন্তু সত্য কখনও চাপা থাকে না। ইতিহাস একদিন প্রতিষ্ঠিত হবেই। আওয়ামী লীগের এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে।’
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে, মহাসচিব ডা. মো. আবদুস সালামের সার্বিক তত্ত্বাবধানে এবং ডা. মো. ফখরুজ্জামান ফখরুল ও ডা. মেহেদী হাসানের পরিচালনায় সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. শহিদুর রহমান, অধ্যাপক ডা. বজলুল গণি ভুঁইয়াসহ অনেকে।
সবশেষে ড. মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান একটি আধুনিক ও যুগোপযোগী স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন। মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। বৈদেশিক মুদ্রা অর্জন করতে বিদেশে শ্রমিক প্রেরণ শুরু করেছিলেন। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেভিছলেন। খাদ্য উৎপাদন করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন। মাত্র সাড়ে তিন বছর তিনি শাসন করেছেন। এমন কোনো খাত নেই যেখানে জিয়াউর রহমানের উন্নয়নের ছোঁয়া লাগেনি।’
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের