আই নিউজ ডেস্ক
সাগর-রুনি হ ত্যা র ১১ বছর : এখনো তৈরি হয়নি প্রতিবেদন
নৃশংস খুনের শিকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ছবি- সংগৃহীত
আজ ফেব্রুয়ারির ১১ তারিখ, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হ ত্যা কা ণ্ডে র ১১ বছর পূর্ণ হয়েছে আজ। তবে হ ত্যা কা ণ্ডে র পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিবেদন পেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবিশ্বাস্যভাবে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার।
সাগর-রুনির হ ত্যা কা ণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন তাঁরা এখনো হ ত্যা র কারণ খুঁজছেন। অন্যদিকে এই হ ত্যা কা ণ্ডে র রহস্য উন্মোচনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন বিগত সময় থেকে প্রশ্ন তুলে আসছেন নিহত দম্পতির স্বজন ও সাংবাদিক নেতারা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে এ হত্যার রহস্য উন্মোচনের কথা বলেন। উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলেছিলেন আইজিপি।
দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের এপ্রিলে মামলার তদন্তে ব্যর্থতার কথা হাইকোর্টে স্বীকার করে ডিবি। এরপর র্যাবকে তদন্তের নির্দেশ দেয় আদালত। তখন থেকে মামলার তদন্ত করছে র্যাব। প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার।
সাগর-রুনির স্বজনদের অভিযোগ, সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবে তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এখনও সাগর রুনি হত্যার কারণ খুঁজছেন তারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহল হায়দার চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল আচরণের অভাবে মামলার তদন্ত আলোর মুখ দেখছে না।
এখনো এ হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া-দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হুমকি- বলেও মনে করছেন সাংবাদিক নেতারা।
সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ইন্দিরা রোডে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘সাগর-রুনী ক্রাইম সিন ডু নট ক্রস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের