আই নিউজ ডেস্ক
আজ ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ
বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলন কর্মসূচির মাঝেই আজ রাজধানীর দুই স্থানে শান্তি সমাবেশ করার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া আজ রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে আওয়ামী লীগ।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে খিলগাঁও জোড়পুকুর মাঠে শান্তি সমাবেশ হবে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা যোগ দেবেন।
অন্যদিকে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুপুর আড়াইটায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে আরেকটি শান্তি সমাবেশ হবে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা এতে বক্তব্য দেবেন।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী জানান, আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে মাঠে রাখার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সে অনুযায়ী শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানের মাধ্যমে দলের সর্বস্তরের নেতাকর্মী বিএনপি ও তাদের সমমনাদের নৈরাজ্য সৃষ্টির তৎপরতাকে রুখে দেবে। আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে বিএনপিকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের