আই নিউজ ডেস্ক
নির্ধারিত সময়ের আগেই চালু হয়েছে কালশী ফ্লাইওভার
![কালশী ফ্লাইওভার, মিরপুর, ঢাকা। কালশী ফ্লাইওভার, মিরপুর, ঢাকা।](https://www.eyenews.news/media/imgAll/2023February/khalshi-flyover-dhaka-mirpur-eyenews-1-2302191620.jpg)
কালশী ফ্লাইওভার, মিরপুর, ঢাকা।
নির্মাণ কাজের জন্য বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের চার মাস আগেই চালু হয়েছে কালশী ফ্লাইওভার। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারের উদ্বোধন করেন। এর মাধ্যমে মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মিরপুর বালুর মাঠে এক সুধী সমাবেশে যোগ দিয়ে উড়াল সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি চালু হলে মিরপুরের সঙ্গে বনানী, উত্তরা এবং রাজধানীর পূর্বাংশের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামও মনে করেন কালশী ফ্লাইওভার চালু হওয়ায় মিরপুরবাসী যানমুক্ত থাকতে পারবে।
ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ফ্লাইওভারটি নির্মাণ হয়েছে। এ প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন হয়। নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু এর আগেই নির্মাণ কাজ শেষ হওয়ায় রবিবার ফ্লাইওভারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিএনসিসি ও বাংলাদেশ আর্মির ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রকল্প বিবরণ অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পের আওতায় যাত্রীদের ভ্রমণ সহজ করতে আগের চার লেনের রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।
প্রধান চার লেনের ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। আর দুই লেনে র্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে গিয়ে মিশবে কালশী সড়কে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুল ওভারব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, ৭ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ আরসিসি ড্রেন, ১ হাজার ৭৫৫ মিটার একটি আরসিসি পাইপ ড্রেন, ৩ হাজার ৩৮৩ মিটার যোগাযোগ তার, আলাদা সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের