আই নিউজ প্রতিবেদক
৬ ঘণ্টায়ও নেভেনি আগুন, ঝুঁকি নিয়েই মালামাল বের করার চেষ্টা

আগুন লাগার ছয় ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। ছবি- সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ৫০ ইউনিট ফায়ার সার্ভিস। সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিজিবির সম্মিলিত প্রচেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না লেলিহান আগুন। ভোর ৬টা থেকে জ্বলতে থাকা আগুন বেলা বারোটা বাজলেও নিয়ন্ত্রণে আনতে পারা যায় নি। ফলে এখন অনেকটা ঝুঁকি নিয়েই দোকানের মালামাল বাইরে আনার চেষ্টা করছেন দুর্ভাগা ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দীর্ঘ ছয় ঘণ্টায় একনাগাড়ে আগুন জ্বলতে থাকায় পুড়ে গেছে বঙ্গবাজারের দুই তৃতীয়াংশ দোকান। কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে ব্যবসায়িদের। চেষ্টার কমতি রাখছে না ফায়ার সার্ভিসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাওয়া অন্য বাহিনীও। কিন্তু সর্বাত্মক এ চেষ্টায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন।
এ অবস্থায় ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কাজে ধীরগতি এবং সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুড়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ল্যাডার ব্যবহার করা হচ্ছে।
ফারুক নামে এক ব্যবসায়ী গণমাধ্যমকর্মীদের জানান, এখানে আমার পাঁচটি দোকান ছিল; সব পুড়ে গেছে। আমি এখন কোথায় যাব। আমি এখন নিঃস্ব।
আরেক ব্যবসায়ী বলেন, আগুন লাগার খবর পেয়ে রওনা হই বাসা থেকে। এখানে আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা জীবনের সঞ্চয় এক নিমেষে শেষ হয়ে গেল।
বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। এছাড়া রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
বেলা ১১টার দিকে দেখা যায়, ধোঁয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে বঙ্গ মার্কেটে দোকানগুলোতে ঢুকছেন কর্মচারীরা। মালামাল বের করে আনছেন তারা। অনেকে মালামাল এনে রাস্তায় রাখছেন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে। র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল ঘটনাস্থলে কাজ করছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের