নিজস্ব প্রতিবেদক
কাঁদছেন ব্যবসায়ীরা, ছবি তুলছেন উৎসুক জনতা

বঙ্গবাজারে লাগা আগুনের দৃশ্য মোবাইলে ধারণ করছেন উৎসুক জনতা।
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের অধিকাংশ দোকান। আগুন লাগার ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও বন্ধ হয়নি আগুন।
সময়ের সাথে বেড়ে চলেছে আগুন। চোখের সামনে স্বপ্ন পুড়ে যাওয়ার দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন দোকানি, ব্যবসায়ীরা। তাদের এসব অসহায়ত্বের মুখের দৃশ্যই যেন ছবি তুলে রাখছেন ঘটনাস্থলে আসা উৎসুক জনতা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ৫০ ইউনিট ফায়ার সার্ভিস। সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিজিবির সম্মিলিত প্রচেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না লেলিহান আগুন।
ভোর ৬টা থেকে জ্বলতে থাকা আগুন বেলা বারোটা বাজলেও নিয়ন্ত্রণে আনতে পারা যায় নি। ফলে এখন অনেকটা ঝুঁকি নিয়েই দোকানের মালামাল বাইরে আনার চেষ্টা করছেন দুর্ভাগা ব্যবসায়ীরা।
চোখের সামনে দোকান পুড়ে যাওয়ার দৃশ্য দেখে এভাবেই কেঁদে ভেঙে পড়েন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কাজে ধীরগতি এবং সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুড়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ।
ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে হাতিরঝিল থেকে হেলিকপ্টারে করে পানি নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের