আই নিউজ ডেস্ক
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থদের ২০ লাখ টাকা দিলো হিজড়া সম্প্রদায়

বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন কয়েক হাজার দোকানদার ও ব্যবসায়ী। এমন দুঃসময়ে যে যেভাবে পারছেন দাঁড়াচ্ছেন এসব ক্ষতিগ্রস্থদের পাশে। বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে ২০ লাখ টাকা সহায়তা প্রদান করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে হিজড়া সম্প্রদায়। যাদের থেকে সবসময় তারা টাকা আদায় করেন সেসব ব্যবসায়ী, দোকানদারদের বিপদে পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ বলেও জানিয়েছেন তারা।
রোববার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বঙ্গবাজার পুড়ে যাওয়া মার্কেটে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়। এবারই প্রথম তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পক্ষ থেকে সাহায্য সহায়তা করা হচ্ছে। তাদের এমন পদক্ষেপ বেশ আলোচিত হচ্ছে সুশীল সমাজে। অনেকেই সাধুবাদ জানাচ্ছেন তাদেরকে এমন মানবিক উদ্যোগের জন্য।
রোববার দুপুরে সহায়তার বিশ লাখ টাকা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে এ টাকা হস্তান্তর করে তারা। ঈদের বাজার না করে সেই টাকা সম্বলিতভাবে জমা করে সহায়তার জন্য দিয়েছেন তারা।
এসময় হিজড়া সম্প্রদায়ের নেতারা বলেন, আমরা সবসময় এই বঙ্গমার্কেট থেকে টাকা আদায় করেছি। এই ব্যবসায়ীরা মূলত আমাদের দাতা। আজকের তাদের এমন বিপদের দিনে তাই তাদের পাশে দাঁড়িয়েছি।
বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দিপালী হিজড়া সাংবাদিকদের বলেন, গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি। আজ তাদের এই বিপদের সময় আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা করার কথা, সেগুলো না করে এই ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। সারাদেশ থেকে ২০ লাখ টাকা আমরা তুলেছি। সেই টাকা আজ তাদের দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো।
হিজড়াদের গুরুমা রাখি শেখ বলেন, আমরা মানুষের কাছ থেকে এক দুই টাকা করে উঠিয়ে উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দেবো। এই টাকা কোনও ব্যবসায়ীর হাতে হাতে দেওয়া হবে না। পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেওয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে।
এই অনুদান হস্তান্তরকালে ঢাকাসহ আশপাশের হিজরা গুরুমায়েরা আসেন। প্রায় শতাধিক হিজড়া এসময় উপস্থিত ছিলেন। এছাড়া বকুল হিজরা বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আরও সাহায্য সহযোগিতা করা হবে। আমরা আজ আনুষ্ঠানিকভাবে ২০ লাখ টাকা দিয়েছি। এরপর যে যার মতো করে এখানে অনুদান দেবেন।
এর আগে সকালে রাজধানীর উত্তরা এলাকার হিজড়াদের সরদার আলেয়া হিজড়া হজের জন্য জমানো টাকা থেকে দুই লাখ টাকা বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে অনুদান হিসেবে দেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা দেখে এবার হজ না করে সেই দুই লাখ টাকা অনুদান হিসেবে ব্যবসায়ীদের দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ হাতে পাওয়া টাকার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক হলো তৃতীয় লিঙ্গের মানুষেরা ২০ লাখ টাকা দিয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এ কারণে আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো তাদের যেন কখনও অবহেলার চোখে না দেখে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের