আই নিউজ ডেস্ক
যে মামলায় আটক ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেয়া সেই যুবক
ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলম (২৩)।
সম্প্রতি র্যাবের বিরুদ্ধে বিদেশী সংবাদ সংস্থা ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দিয়ে বেশ আলোচনায় আসেন নাফিজ মোহাম্মদ আলম (২৩) নামের এক যুবক। জানা গেছে, ডয়েচে ভেলের প্রতিবেদ প্রকাশের পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ নাফিজ মোহাম্মদ আলমকে (২৩) গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
এর আগের গতকাল রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি র্যাবকে নিয়ে জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কে এন রয় নিয়তি। তিনি বলেন, গ্রেপ্তার নাফিজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেছে।
তিনি আরও জানান, নাফিজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধারায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার ১৪ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় গ্রেপ্তারি পরোয়ানা থাকা আসামি নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করা হয়। এই নাফিজের বিরুদ্ধে ভাটারা থানায় তিনটি মামলা রয়েছে। অভিযানে নাফিজের ফ্ল্যাট থেকে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১৭টি মদের বোতল, নয়টি মদের খালি বোতল, মদের ২২টি বোতলের খালি বক্স, বিদেশি ব্রান্ডের ৩২ ক্যান বিয়ার, দুটি সিসা স্ট্যান্ট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত পুলিশ লেখা একটি মোটর সাইকেল (রেজি: নম্বর- ঢাকা মেট্রো-ল-৩৪-৩২০৬) জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বাসায় এসব মাদক পাওয়ায় তার বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পর্নোগ্রাফি মামলা ও মাদক মামলায় নাফিফ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের