নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি হতে পারে সোমবার থেকে
প্রতীকী ছবি
প্রচণ্ড তাপবাহে অতিষ্ট জনজীবন। দেশের প্রায় বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার এই অবস্থা বিরাজমান। এই গরম অব্যাহত আছে গত কয়েকদিন ধরেই। তবে এক আবহাওয়া বার্তায় বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী সপ্তাহের রোববারের পর থেকে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহসহ দেশের বেশকিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, চলমান তাপপ্রবাহ সহসাই কমবে না। আগামী রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে। ঐদিন শেষে সিলেট ও আশপাশের অঞ্চলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সেদিন ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
একেবারে ২৪ এপ্রিল পর্যন্ত চলমান তাপপ্রবাহ বজায় থাকবে। এরপর তাপমাত্রা কমে ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের