আই নিউজ ডেস্ক
ভয়াবহ আগুন কেড়ে নিলো তাদের ঈদের আনন্দ
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের দৃশ্য। ছবি- সংগৃহীত
রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অনেকেই এখনো কাঁদছেন। বঙ্গবাজারের মতো নিউ মার্কেটেও অনেক কাপড় ব্যবসায়ীর চোখের সামনে পুড়ে গেছে তাদের স্বপ্নের দোকান। ঈদকেন্দ্রিক জমে ওঠা এ মার্কেটে ঈদের আগে লাগা এমন আগুন এসব ব্যবসায়ীদের ঈদের আনন্দটাই যেন কেড়ে নিয়েছে।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেছেন, আমাদের ব্যবসা মূলত ঈদ কেন্দ্রিক। ঈদের কয়েক দিন আগেই আমাদের মূল ব্যবসা হয়। আগুনের কারণে ঈদের ব্যবসা শেষ হয়ে গেল।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমের সামনে এসব কথা বলছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি।
আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউ সুপার মার্কেটে আগুন লাগায় নিউ মার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদেরকে নিয়ে এই জায়গায় অবস্থান করছি।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ার ফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের