আই নিউজ ডেস্ক
এমডির বিরুদ্ধে নালিশ করায় পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান?
ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা।
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার বালা। তবে তাঁর এই নিয়োগ নিয়ে বিস্তর গুঞ্জন চলছে। ধারণা করা হচ্ছে, ওয়াসার এমডি তাকসিমের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করায়ই চেয়ারম্যানের পদ হারিয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে।
রোববার (২২ মড) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।
পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্ববর্তী চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।
বিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান সুজিত কুমার বালা ওয়াসার এমডি তাকসিম এ খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত।
এদিকে কিছুদিন আগেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগে গোলাম মোস্তফা তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীত ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ তোলেন।
সাম্প্রতিক সময়ে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের সঙ্গে ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক সময়ে ওয়াসা প্রশাসনের কিছু বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করায় এমডি তাকসিম ক্ষুব্ধ ছিলেন। বোর্ড চেয়ারম্যানকে চাপে রাখতে তাঁর বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগও দেওয়া হয়।
ওয়াসা আইন অনুযায়ী, ওয়াসা চেয়ারম্যান তিন বছরের জন্য নিয়োগ পাবেন। যদি মৃত্যু, অপসারণ বা পদত্যাগের কারণে চেয়ারম্যানের পদ শূন্য হয়, তাহলে বিধিমোতাবেক তা পূরণ করা হবে। শূন্য পদে নিযুক্ত ব্যক্তি তাঁর পূর্বসূরির মেয়াদের বাকি সময় পর্যন্ত পদে বহাল থাকবেন। মেয়াদ শেষ হওয়ার পরও পরবর্তী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পদে বহাল থাকবেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, ‘ঢাকা ওয়াসার বর্তমান চেয়ারম্যানের মেয়াদ গত বছর অক্টোবরে শেষ হয়। এত দিন আমরা নতুন কাউকে দায়িত্ব দিতে পারিনি। তবে প্রক্রিয়া চলছিল। ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সুজিত কুমার বালাকে। তিনি এখন ওয়াসার সদস্য পদে আছেন।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের