আই নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে বেকায়দায় পড়েছে বিএনপি : কাদের

সমাবেশে বক্তৃতা দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ভিসা নীতি নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এই ভিসা নীতির ফলে চাপে পড়েছে সরকার এমন দাবী বিএনপি নেতাকর্মীরা করছেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে যুক্তরাষ্ট্রের এই নয়া ভিসা নীতির ফলে বরং বিএনপি বেকায়দায় আছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক একইসঙ্গে দাবি করেছেন, এই ভিসা নীতিতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই।
শনিবার (২৭ মে) রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে আমাদের একটা লাভ হয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এতোদিন তারা (বিএনপি) নালিশ করেছে আমেরিকার দরবারে- নিষেধাজ্ঞা আসবে; নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে নতুন ভিসা নীতিতে। নির্বাচনে গোলমাল করলে, ভাঙচুর ও মানুষ পোড়ালে, বাস পোড়ালে…। যারা জ্বালাও-পোড়াও রাজনীতি করবে, আগুন-সন্ত্রাস করবে, তারাই আজ ভয় পাচ্ছে।’
তিনি বলেন, ‘আমেরিকার নতুন ভিসা নীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। আমেরিকা যে ভিসা নীতি প্রকাশ করেছে তাতে নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে। নাটক-নাটক খেলা শুরু হয়ে গেছে।
‘ইতোমধ্যে কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে তারা নাটক বানাচ্ছে। বস্তুত, বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে।’
ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ এই নেতা বলেন, ‘সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়। কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল থেকে নির্বাচন চাইছি। খেলা হবে, ফাইনাল খেলা; আমরা প্রস্তুত। আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না। তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান।’
কাদের আরও বলেন, ‘সবশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি যে আমরা সুষ্ঠু নির্বাচন করব। কাজেই বাইরে কে নিষেধাজ্ঞা দিল, ভিসা বন্ধ করে দিল তা নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই। আসন্ন চার সিটি করপোরেশনসহ আগামী জাতীয় নির্বাচনও আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করব।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের