ইমরান আল মামুন
আপডেট: ২১:২২, ১ জুন ২০২৩
বাংলাদেশের বাজেট ২০২৩-২৪ অর্থবছর
" বাংলাদেশের বাজেট ২০২৩-২৪ অর্থবছর " হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট যা ঘোষণা করা হবে খুব শীঘ্রই। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বিশাল বাজেটের মাধ্যমে। বর্তমান সরকার দেশকে আরো একধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনার একটি অংশ এই বাজেট। আসুন দেখে নেই এ বাজেটে নির্ধারিত সকল তথ্য সম্পর্কে।
বাজেট কি?
প্রত্যেক দেশের প্রতি অর্থবছরে একটি বাজেট পেশ করা হয়ে থাকে। যাদের বাজেট সম্পর্কে আইডিয়া নেই তারা প্রথমে আসুন জেনে নেই বাজেট কি। ধরুন আগামী বছর আপনি কিভাবে চলবেন এবং কিভাবে আপনার আয় ব্যয় হবে সে বিষয়টি নির্ধারণ করা। আয়, নির্ধারণ করে তারপর আপনার অর্থ নির্ধারিত করাই হছে বাজেট। ঠিক তেমনি একটি দেশ পরিচালনার জন্য সরকারকে একটি বাজেট তৈরি করতে হয়। যার মাধ্যমে আগামী বছর অথবা চলমান বর্ষ কিভাবে চলবে তার নির্ধারণ করা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাজেট চলমান রয়েছে। তবে এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আসুন আজকে আমরা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সম্পর্কে জেনে নেই।
বাংলাদেশের বাজেট ২০২৩-২৪ অর্থবছর
বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী হচ্ছে আ হ ম মুস্তফা কামাল। তিনি সরকার বরাবর জাতীয় সংসদের মাধ্যমে একটি বাজেট প্রস্তাবন করেছেন ১লা জুন ২০২৩। এ প্রস্তাবিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা গত বছরের তুলনায় বেশি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি হচ্ছে ৫২ তম বাজেট। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা ৩য় মেয়াদের শেষ বাজেট এটি। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পঞ্চম বাজেট এটি। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি শুধুমাত্র পেশ করা হয়েছে আজকে। তবে বাজেটের অনুমোদন জুন মাসের শেষের দিকে দেওয়া হবে।
বর্তমান বাজেটে কি কি দাম বৃদ্ধি পেতে পারে?
বাজেট প্রসঙ্গ আলোচনার শুরু থেকেই এখন সবচেয়ে জানার আগ্রহ রয়েছে পাঠকদের কোন কোন দ্রব্য বা পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে তা নিয়ে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে সম্ভাব্য কিছু বিষয়ের নাম বলা হচ্ছে যেগুলো্র ওপর শুল্ক বা কর বাড়ানো হতে পারে।
বাংলাদেশের বাজেট ২০২৩-২৪ অর্থবছর এ সম্ভাব্য বৃদ্ধির তালিকা নীচে দেওয়া হল:
- কাজুবাদাম, বাসমতি চাল, শুকনা খেজুর
- ফ্লাট এবং জমি
- সিমেন্ট, ইট, পাথর
- সিগারেট
- বিলাস বহুত দ্রব্য যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি
- এলপিজি গ্যাস
- ভ্রমণ খরচ
- সানগ্লাস
- কোমল পানীয় ইত্যাদি
যে সকল পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে
- বৈদ্যুতিক ইন্সট্রুমেন্ট এন্ড ইকুইপমেন্ট
- মিষ্টি জাতীয় দ্রব্য
- চিকিৎসা ইকুইপমেন্ট
- মাংস
বাংলাদেশের বাজেট ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মুদ্রাস্ফীতি দূর হবে এবং দেশ আরো উন্নত দিকে ধাবিত হবে এমনটাই মনে করছে সাধারণ জনগণ।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের