নিজস্ব প্রতিবেদক, আই নিউজ
বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ বেড়েছে, গ্রামের চেয়ে শহরে বেশি

প্রতীকী ছবি
বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ বেড়েছে। গত এক বছরের পরিসংখ্যান বলছে বাংলাদেশে তালাকের হার গত এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশে। যা আগের বছর ছিল ০.৭ শতাংশ।
মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২-এর প্রতিবেদনে তালাকের হার নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (পিডি) মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিবিএস জানায়, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০২২ সালের হিসাব অনুযায়ী মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২.৪ বছরে, যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর।
বিবিএস জানায়, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০.৮ বছর। যা ২০২১ সালে ছিল ৭০.৬ বছর। এছাড়া, মহিলাদের গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২১ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৪.১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪.২ বছর।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক (পিডি) মো. আলমগীর হোসেন বলেন, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে তালাকের হার বেড়েছে। শহরের তুলনায় পল্লী এলাকায় এই স্থুল তালাকের হার বেড়েছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে তালাকের হার ১.৪ শতাংশ। যা ২০২১ সালে ছিল ০.৭ শতাংশ। এই তালাকের হার পল্লী এলাকায় ০.৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশে এবং শহর এলাকায় ০.৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ শতাংশে।
বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ
বাংলাদেশের গ্রাম ও শহর ভেদে বিভিন্ন কারণে ঘটছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। এর পেছনে নির্দিষ্ট কিছু কারণও চিহ্নিত করেছেন সমাজবিজ্ঞানীরা।
তবে বাংলাদেশে বিবাহবিচ্ছেদের কারণ জানার পদ্ধতিটিও ত্রুটিপূর্ণ। কারণ, দেশে এখনো বিচ্ছেদের আবেদনপত্রে মান্ধাতা আমলের 'বনিবনা না হওয়া', 'মতের অমিল', শারীরিক নির্যাতন', 'যৌতুক', 'শারীরিক অক্ষমতা', 'অসুস্থতা', 'বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্ক' ইত্যাদি গৎবাঁধা কারণ ছাপা থাকে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের