আই নিউজ প্রতিবেদক
ঈদযাত্রায় সঙ্গী হলো বৃষ্টি

ছবি- সংগৃহীত
কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন। বুধবার রাত পেরিয়ে ২৯ জুন বৃহস্পতিবার পালিত হবে ঈদুল আজহা। ঈদকে ঘিরে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা, সিলেটের মতো ব্যস্ততম নগরীগুলো। বাড়িতে ঈদ কাটাতে কর্মস্থল ছেড়ে বাড়ির দিকে পা বাড়িয়েছেন হাজারো মানুষ। তবে কিঞ্চিত বাগরা বাঁধিয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এই ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের সঙ্গী হয়েছে বৃষ্টি। যা আগামী চব্বিশ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে পরিবহণগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সকালের দিকে হালকা রোদ থাকলেও বেলা বাড়তেই শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে রাস্তায় থাকা ঘরমুখো যাত্রীরা যেন কিছুটা বিপাকেই পড়ে যান। সেই সঙ্গে দূরপাল্লার পরিবহণে যুক্ত হয়েছে ভাড়া বিভ্রাটও।
তবে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন। সিলেটে সকালের দিকে রোদ থাকলেও ঢাকায় সকাল থেকেই সমানতালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃষ্টির মধ্যে জিনিসপত্র নিয়ে যানবাহনে উঠে ঢাকা ছাড়ার উদ্দেশে বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে রওনা হয়েছেন। নগরের বিভিন্ন সড়কে ঘরমুখো অনেক মানুষকে ছাতা মাথায় গন্তব্যে রওনা হতে দেখা গেছে। অনেকে আবার রিকশাসহ নানা বাহনে চেপেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশের আবহাওয়ায় এই সময়ের মধ্যে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সিলেটের কয়েকটি জেলায়ও বৃষ্টি হচ্ছে আজ। কখনো ঝিরিঝিরি বৃষ্টি তো কখনো আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় মাঝারী আকার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের