হেলাল আহমেদ, আই নিউজ
আপডেট: ১০:৫৯, ৮ জুলাই ২০২৩
তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

তামিম ইকবালের হুট করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শেষ পর্যন্ত গিয়ে গড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত। জানা গেছে আজ রাতে তামিমকে প্রধানমন্ত্রী দেখা করার জন্য বাসভবনে ডেকেছেন। বুঝাই যাচ্ছে প্রধানমন্ত্রীও হয়তো বুঝতে চাইবেন কেন হঠাৎ করে তামিম ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
তামিম ইকবালের অবসরের ঘোষণার খবর চাউর হতেই সামাজিক মাধ্যমে নানান সমালোচনা করছেন ক্রিকেটভক্তরা। এরপরই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এসেছে। তিনি তামিম ইকবালকে ডেকেছেন।
ইতোমধ্যেই চট্টগ্রাম ছেড়ে ঢাকার পথে রওনা হয়েছেন তামিম ইকবাল। ঢাকা গিয়েই দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবার পর হয়তো আবারও বাংলাদেশের হয়ে মাঠে আরও কিছুদিন খেলতে দেখা যাবে বাংলাদেশের এই গ্রেট ওপেনার ব্যাটারকে।
এদিকে আজ (৬ জুলাই) রাতে তামিমকে নিয়ে এক জরুরি সভাও ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভাতেই বিসিবিকে তামিমের শূন্যস্থান পূরণ করতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তামিম ছিলেন নিয়মিত অধিনায়ক। আকস্মিক অবসরের কারণে অধিনায়কের পদটি এখন ফাঁকা। যেহেতু এই সিরিজে লিটন দাস তামিমের ডেপুটি, তাই সহ-অধিনায়ক হিসেবে লিটনের ওপরই আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। অন্তত ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথায় এমন ইঙ্গিতই মিললো। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের নাম জিজ্ঞাসা করতেই সমকালকে জালাল ইউনুস বলেন, 'আমাদের সহ-অধিনায়ক তো লিটনই।'
বিসিবি থেকে তামিমকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।
তামিমের অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেওয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।’
কী কারণে অসময়ে অবসরে গেলেন তামিম?
বেশ আগে থেকেই মিডিয়াপাড়ায় তামিমের ব্যাপারে একটি ব্যাপার রটে গিয়েছিলো— তামিম ইকবাল সমালোচনা নিতে পারেন না (গ্রহণ করতে পারেন না)।
তাছাড়া অধিনায়কত্বের ক্ষেত্রেও সবাইকে সামাল দেয়ার বিষয়ে সাকিব নাকি তামিম ইকবাল বেশি দক্ষ এ নিয়ে চলছিলো কানাঘুষা। তাই অনেকেই মনে করছেন এসব কারণে তামিম ইকবাল অবসরের ঘোষণা দিয়েছেন।
বিসিবি সভাপতি ও কোচের সঙ্গে চাপা দ্বন্দ্ব
এদিকে সম্প্রতি তামিম ইকবালকে নিয়ে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং কোচ হাতুরু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তামিম ইকবালের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।
-
আজ রাতে তামিমকে নিয়ে বিসিবির জরুরি সভা
-
তামিম ইকবালকে অবসরে না যাওয়ার অনুরোধ বিসিবির
-
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম!
জানা গেছে, বেশ কিছুদিন ধরে কোমরের ইনজুরিতে ছিলেন ক্রিকেট পরিবারের সন্তান তামিম ইকবাল। ওই ইনজুরির সঙ্গে অফফর্ম মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছিল তার। বুধবার আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে শতভাগ ফিট না হলেও ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে সিরিজের মাঝে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন বাঁ-হাতি এই অভিজ্ঞ ব্যাটার। যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একজন অতি গুরুত্বপূর্ণ ব্যাটার। সেইসঙ্গে ওয়ান ডে দলের চলতি মেয়াদের অধিনায়কও তিনি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের