আই নিউজ ডেস্ক
‘মার্কিন প্রতিনিধি দল সবকিছুতেই সন্তুষ্ট’

ছবি- সংগৃহীত
নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল সবকিছুতেই সন্তুষ্ট মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা (মার্কিন প্রতিনিধি দল) দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত দেখতে চান।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আমাদের খোলামেলা আলাপ হয়েছে। আমরা তাদের বলেছি- সংবিধান অনুসারে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে আমাদের নির্বাচন হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের অধীনেই থাকবে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই তারা কাজ করবে।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, মার্কিন প্রতিনিধিদল বলেছে- বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সে অবস্থা নিয়ে তারা খুব খুশি। বুধবার দুই দলের যে বড় একটি শান্তিপূর্ণ সহাবস্থান ছিল সেটারও প্রশংসা করেছেন তারা।
কামাল বলেন, মার্কিন প্রতিনিধি দল এখানে আসার আগে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেটি তারা জানিয়েছেন। শেখ হাসিনা যে দেশকে সমৃদ্ধের পথে নিয়ে গিয়েছেন, এতে তারা সন্তুষ্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে মানব পাচারকারীরা খেলাধুলা করছে, সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সবসময় আমাদের পাশে আছেন। সার্বিকভাবে আন্তরিক পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা সবকিছু নিয়ে সন্তুষ্ট।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের