হেলাল আহমেদ
আপডেট: ১৯:০৫, ১৫ জুলাই ২০২৩
শিশু রাব্বিকে মমতার হাতে কাছে ডাকলেন প্রধানমন্ত্রী, নিলেন সব দায়িত্ব

শিশু রাব্বির মাথা, গালে হাত বুলিয়ে দিচ্ছেন। ছবি- সংগৃহীত
আজ রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকা দিয়ে টিকিট কিনে চোখের চিকিৎসা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু রাব্বির সাথে সেখানেই দেখা হয় প্রধানমন্ত্রীর। ভিড় ঠেলে প্রধানমন্ত্রী যখন এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে তখন তাঁর চোখে পড়ে রাব্বিকে। ওর দিকে এগিয়ে গিয়ে পরম মমতার চাঁদরে জড়িয়ে নেন ওকে। রাব্বির সাথে টুকিটাকি আলাপও করতে দেখা যায় এসময় দেশ প্রধানকে।
শনিবার (১৫ জুলাই) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এমন ঘটনারই সাক্ষী হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গী, সতীর্থসহ উপস্থিত সবাই। রাব্বি এই ইনস্টিটিউটের ক্যান্টিনে কাজ করা ছোট্ট এক শিশু। বাড়ি চাঁদপুরে। সংসারের হাল ধরতে রাজধানীতে এসে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ক্যান্টিনে একটি কাজ যোগার করেছে। প্রধানমন্ত্রী যখন রাব্বি কাছে নানা বিষয়ে জানতে চাইছিলেন তখন রাব্বি বলছিল- আমি চাঁদপুরে মায়ের কাছে যেতে চাই।
রাব্বি হাসপাতালের ক্যান্টিনে কাজ করে জেনে অসহায় এ শিশুর দায়িত্ব নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার হাসপাতালটিতে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী। হাসপাতাল ত্যাগ করার সময় তিনি সেখানে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।
এ সময় প্রধানমন্ত্রীর জিজ্ঞাসায় ১১ বছরের রাব্বি জানায়, সে চক্ষু বিজ্ঞান হাসপাতালের ক্যান্টিনে কাজ করে। সেখানেই থাকে। তার বাবা মারা গেছেন। মা রাবেয়া বেগম সুতার কারখানায় কাজ করতেন। এখন চাঁদপুরে রাম দাসদি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকেন। রাব্বির সৎ বাবা জাহাঙ্গীর আলম দিনমজুর। ক্যান্টিনে কাজ নেয়ার আগে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছে রাব্বি।
এ সময় ছোট্ট রাব্বি প্রধানমন্ত্রীকে বলে, ‘আমি চাঁদপুরে মায়ের কাছে যেতে চাই। আবার পড়াশোনা করতে চাই। এ কথা শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের