আই নিউজ ডেস্ক
ব্যালটে ভোটগ্রহণ সিসি ক্যামেরা দিয়ে সরাসরি দেখছে ইসি
সিসিটিভি মনিটরের সামনে বসা ইসি রাশেদা চৌধুরী, হাবিবুল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোট চলছে বিকাল ৪টা পর্যন্ত। এবছর প্রথমবারের মতো ব্যালটে ভোট পর্যবেক্ষণ করছে নিবাচন কমিশন (ইসি)।
আজ (১৭ জুলাই) সকাল থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিসিটিভি কন্ট্রোল রুমে ঢাকা-১৭ আসনের ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পাশাপাশি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারিয়া ও যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনও মনিটরিং করা হচ্ছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকেই কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, আইডিইএ-২ প্রকল্প পরিচালক আবুল হাসনাত মো. সায়েম।
ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে এ আসনের উপ-নির্বাচন মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে, বেনাপোলের ১২টি ভোটকেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোটকেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ১০৫৮টি সিসি ক্যামেরায় উপ-নির্বাচন ও ২ পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ডিসপ্লে ১০ সেকেন্ড পর পর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের