আই নিউজ প্রতিবেদক
পর্যাপ্ত ফোর্স থাকলে সমাবেশের অনুমতি পাবে আ. লীগ-বিএনপি

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে ডিএমপি কমিশনার। ছবি- সংগৃহীত
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি রাজধানীতে আগামীকাল মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার মহরমের আনুষ্ঠানিকতা এবং ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলই মনমতো ভেন্যু পায় নি সমাবেশের জন্য। তবে শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, আশুরার আনুষ্ঠানিকতার নিরাপত্তা এবং ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই রাজনৈতিক দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে।
সমাবেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের