আই নিউজ ডেস্ক
আপডেট: ১৬:৪৬, ১ আগস্ট ২০২৩
জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার লিখেছেন
ক্রমশ বাড়তে থাকা সহিংসতায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান

জাতিসংঘের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি'র বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমো ভউল ক্রমশ বাড়তে থাকা সহিংসতা এবং গ্রেপ্তারের মধ্যে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছন।
টুইটারে তিনি লিখেছেন, "নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য ভিন্নমতকে সম্মান করা জরুরি।"
#Bangladesh হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখেছেন, "চলমান বিক্ষোভ চলাকালীন সময়ে ক্রমশ বাড়তে থাকা সহিংসতা এবং গ্রেপ্তারের মধ্যে আমি সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাই।"
"আমি সংশ্লিষ্টদেরকে বলবো, তারা যেন সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করে ও বাড়তি বাহিনী মোতায়েন না করে," লিখেন তিনি।
গতকাল (৩১ জুলাই) রাত ১১টা ২৬ মিনিটে পোস্ট করা সে টুইটে বাংলাদেশের পতাকার একটি ছবিও যুক্ত করেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার।
এর আগে, গত বছর ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচি দমন ও ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বিক্ষোভকারীদের দমনের বিষয়ে পৃথক বিবৃতি জারি করেছিলেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার। সর্বশেষ এ টুইটের সাথে আগের দুটি বিবৃতিও জুড়ে দিয়েছেন তিনি।
আইনিউজ/ইউএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের