আই নিউজ প্রতিবেদক
জামায়াতের আমির শফিকুর সহ ৯৬ জনের বিচার শুরু

ফাইল ছবি
আন্দোলনের নামে নাশকতার অভিযোগে মতিঝিল থানার মামলায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। অভিযুক্ত ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালে মতিঝিলে জামায়াতের মিছিল থেকে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এ মামলাটি দায়ের করেছিলেন পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান সুমন।
মামলায় অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোডে দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তখন নেতাকর্মীরা মিলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে থাকা দুইটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
এ ঘটনায় পুলিশের এসআই মিজানুর রহমান সুমন বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। চ
মামলাটির তদন্ত করে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের