আই নিউজ প্রতিবেদক
আনসার ব্যাটালিয়ান বিল : যে ধারা নিয়ে তর্ক-বিতর্ক
আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ সংসদে উঠেছে
অপরাধীকে গ্রেফতার, তল্লাশি ও মালপত্র জব্দের ক্ষমতা আনসার বাহিনীর সদস্যদের দিতে আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ সংসদে উঠেছে। বিলটি সংসদে উত্থাপনের পর থেকে নানা মহল এর তীব্র বিরোধিতা করছেন। পুলিশ প্রসাশনের পক্ষ থেকেও আনসারদের নতুন করে ক্ষমতা বাড়ানোর এ বিলকে রহিত করার সুপারিশ করেছে। বিরোধী দল বিএনপিসহ অন্যান্য দলগুলোও আনসারদের জন্য এই নতুন বিলের সমালোচনা করছেন।
সংসদে উত্থাপিত আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ নিয়ে সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন, আটক গ্রেফতার, তল্লাশি এগুলো ফৌজদারি কার্যবিধি মোতাবেক পুলিশ সংস্থার কাজ। এটা ফৌজদারি তদন্তের অংশ। এই কাজ পুলিশ বাদে অন্য সংস্থাকে দিলে জটিলতা সৃষ্টি হতে পারে।
প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ এর ৮ ধারায় বলা হয়েছে, যেকোনো অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করতে পারবে ব্যাটালিয়নের সদস্যরা। একই সঙ্গে তল্লাশি, মালামাল জব্দের ক্ষমতাও দেয়া হয়েছে প্রস্তাবিত বিলে। বিলের এই ধারা নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপনের অনুমতি চাইলে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম আপত্তি জানান। ফখরুল ইমাম বলেন, পুলিশের সমান্তরাল ক্ষমতা আনসার বাহিনীকে দেওয়া হলে দুটি বাহিনীর অবস্থান মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বিলটি প্রত্যাহারের দাবি জানান।
ফখরুল ইমামের আপত্তির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। এতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করতে হলে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকেও মোতায়েন করতে হবে।
আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ বিল প্রত্যাহারের দাবি
তবে বিলটি উত্থাপনের পর এটি না করার বিষয়ের জোরালো দাবি উঠছে। ‘আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩’ নামের এ বিলটি উপস্থাপনের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদে একটা বিল এসেছে, এটা শুধু দুশ্চিন্তার নয়, আতঙ্কের বিষয়। গোটা রাষ্ট্র ব্যবস্থাকে এরা ধ্বংস করে দিচ্ছে, ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিচ্ছে। এখন সারা পৃথিবীতে পুলিশ একমাত্র প্রতিষ্ঠান, যাদের গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়। এখানে আনসারকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হচ্ছে। যাদের বেসিক ট্রেনিং পর্যন্ত নেই।
বিরোধী দল দমনে সরকারের নতুন সংযোজন- গণসংহতি আন্দোলন : এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, আনসার সদস্যদের আটকের ক্ষমতা দিয়ে আইন প্রণয়নে জাতীয় সংসদে যে বিল উত্থাপন হয়েছে তা বিরোধী দল দমনে সরকারের নীলনকশায় নতুন সংযোজন। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান তারা।
আনসার ব্যাটালিয়ন বিল নিয়ে পুলিশের আপত্তি
বিলটি নিয়ে কড়া আপত্তি জানিয়েছে পুলিশও। এটি পাস না করতে এরইমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে লিখিতভাবে জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। জানা গেছে, এটি পাশ না করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
অপরদিকে, সংশোধিত বিলে পুলিশের সঙ্গে ক্ষমতার প্রশ্নে সাংঘর্ষিক কিছু নেই বলে মনে করেন আনসারের সাবেক কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, জন নিরাপত্তায় বাহিনীগুলোর মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। তবে সেটি জনস্বার্থকে উপেক্ষা করে নয়।
বিলটির যে ধারা নিয়ে বিতর্কের সৃষ্টি
প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ এর ৮ ধারায় বলা হয়েছে, যেকোনো অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করতে পারবে ব্যাটালিয়নের সদস্যরা। একই সঙ্গে তল্লাশি, মালামাল জব্দের ক্ষমতাও দেয়া হয়েছে প্রস্তাবিত বিলে।
বিলের এই ধারা নিয়েই ঘোর আপত্তি জানিয়েছে পুলিশ। এটি পাশ না করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পুলিশ বলছে বিলটি পাশ হলে, আইনি জটিলতা যেমন তৈরি হবে, তেমনি অপরাধী আটক, জব্দ এবং তদন্তকাজে বিশৃঙ্খলা তৈরি হবে।
-
২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার কোনো পথ বন্ধ থাকবে না
-
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে চলছে পরীক্ষামূলক ট্রেন
এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুলিশের উদ্বেগের কথা জানিয়েছে। তারা আশ্বস্ত করেছেন বলেও জানান আসাদুজ্জামান।
যা বলছেন বিশেষজ্ঞরা
এই আইনে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা জরুরি বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. হাফিজুর রহমান কার্জনের মতে, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ কাজ এবং তার পরিধি যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে অন্য বাহিনীকে সংশ্লিষ্ট করে এই প্রক্রিয়াকে আরও মসৃণ, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা যেতেই পারে। তাতে তেমন কোনো অসুবিধার কারণ নেই বলেও মনে করেন তিনি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের