হেলাল আহমেদ, আই নিউজ
আপডেট: ১১:৪৯, ২৮ অক্টোবর ২০২৩
ঢাকাতে গাড়ি চলাচলের বর্তমান অবস্থা

ঢাকাতে গাড়ি চলাচলের বর্তমান অবস্থা। ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশ। দুই দলের মহাসমাবেশকে ঘিরে ঢাকাতে গাড়ি চলাচলের বর্তমান অবস্থা নাজুক হয়ে পড়েছে। শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ফাঁকা দেখা গেছে। রাজপথে গাড়িও বের হয়েছে কম। যেকারণে দূরের গন্তব্যে যাওয়ার জন্য দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঢাকাতে গাড়ি চলাচলের বর্তমান অবস্থা ফাঁকা হয়েছে মূলত আওয়ামী লীগ এবং বিএনপি'র মহাসমাবেশকে ঘিরে। তাছাড়া, রাজধানীর বিভিন্ন জায়গায় র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক তল্লাশির কারণেও গাড়ি নিয়ে সড়কে কম নামছেন চালকরা। তবে, ব্যক্তিগত গাড়ি এবং রিকশা, সিএনজির মতো ছোট যানবাহনকে বিচ্ছিন্নভাবে চলাচল করতে দেখা গেছে ঢাকাতে।
দুই দলের মহাসমাবেশকে ঘিরে সরগরম অবস্থা রাজধানী ঢাকায়। একদিকে যেমন, পুলিশের সব বাধা-বিপত্তি পারিয়ে নয়াপল্টনে ভিড় বাড়ছে বিএনপি নেতাকর্মীদের। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও আসছেন বাইতুল মোকাররমে তাদের সমাবেশস্থলে। তবে যানবাহন চলাচল তেমন না থাকায় আর শনিবার ছুটির দিন থাকায় বাইরে আসছেন না সাধারণ মানুষ। দুই দলের মহাসমাবেশকে ঘিরে রাজধানীতে অদৃশ্য আতঙ্ক বিরাজ করছে বলেও মনে করছেন অনেকে। কেননা, দুই দলের সমাবেশ নিয়ে সাধারণের পূর্ব অভিজ্ঞতা ছিলো সংঘাতপূর্ণ। তাই আজ আবার ২৮ অক্টোবরে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থা, চালক-যাত্রী সকলেই।
ঢাকাতে গাড়ি চলাচলের বর্তমান অবস্থা
ঢাকার অন্যতম প্রবেশ মুখ গাবতলী থেকে ঢাকার ভেতরে যাত্রীবাহী বাস খুবই কম চলাচল করেছে। মাঝেমধ্যে একটি-দু'টি বিআরটিসি ও অন্যান্য পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়। তবে আগে থেকেই যাত্রীতে ভরা থাকায় নতুন যাত্রীদের বাসে উঠতে বেশ হিমশিম খেতে হয়। বাস না পেয়ে অনেককেই হেঁটে ঢাকার ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। কিছু রিকশা ও সিএনজি অটোরিকশা চলছে। তবে তাও অন্য দিনের তুলনায় কম।
সকাল সাড়ে ৮টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে বেশ কিছু যাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস না আসায় অনেকে রিকশা ও সিএনজি অটোরিকশা খুঁজছিলেন।
শ্যামলীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিআরটিসি ও তানজিল পরিবহনের দুটি বাস একই সময় চলে আসলে অপেক্ষমাণ যাত্রীরা বাসে উঠতে হুড়োহুড়ি করতে থাকেন।
বিএনপির সমাবেশের অবস্থা
অহিংস অবস্থানে থেকে নিজেদের লক্ষ্য অর্জন করার কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ২৮ অক্টোবরের আজকের মহাসমাবেশও 'শান্তিপূর্ণ' ভাবে করতে চায় বিএনপি। নেতাকর্মীদেরও সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, আজকের মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপি বলছে, গেল ২৪ ঘণ্টায় ঢাকাসহ ১৮টি জেলায় তাদের ৪২৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে ও শহরের ভেতরে তল্লাসি চালিয়ে মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে র্যাব ও পুলিশ।
সরেজমিনে গিয়ে ঢাকাতে গাড়ি চলাচলের বর্তমান অবস্থা দেখা যায়, চিরচেনা যানজটহীন। কর্মব্যস্ত নগরবাসীর যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ সময় সকাল ৯টার কিছু আগে সেখানে গিয়ে দেখা গেছে, সড়কে বাসের সংখ্যা খুবই কম। রাস্তা বেশ ফাঁকা। বাসের জন্য অনেক যাত্রী অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে বিআরটিসি ও ট্রাস্ট পরিবহনের ২টি বাস এসে দাঁড়ালে যাত্রীরা বাসে উঠতে ব্যস্ত হয়ে পড়েন।
সাতরাস্তা মোড়ে রিকশা ও অন্যান্য গাড়ি কম দেখা গেলেও বেশ কয়েকটি বাস চোখে পড়েছে। ৯টার দিকে বলাকা ও তুরাগ পরিবহনের ৫ থেকে ৭টি গাড়ি চলাচল করতে গেছে সাত রাস্তায়। তবে যাত্রীদের উপস্থিতি ছিল কম।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের