আই নিউজ প্রতিবেদক
আওয়ামী লীগের সমাবেশ কানায় কানায় পূর্ণ

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিতির একাংশ।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের দক্ষিণ গেটে আজ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। শান্তি ও উন্নয়ন সমাবেশকে ঘিরে আগত নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বাইতুল মোকাররাম মসজিদ প্রাঙ্গণ। লাখো আওয়ামী নেতাকর্মী স্লোগান স্বম্বলিত ব্যানার হাতে উপস্থিত হয়েছেন এ সমাবেশে। মুহুর্মুহু স্লোগানের ধ্বনিতে প্রকম্পিত বাইতুল মোকাররাম এলাকা।
শনিবার দুপুর দেড়টার পরে দলটির সাংস্কৃতিক সম্পাদক কুমার উকিলের সঞ্চালনায় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতারা ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন লাখো নেতাকর্মী।
ক্রিকেট খেলার স্ট্যাম্প ও পাইপে জাতীয় পতাকা এবং লাঠি হাতে শান্তি সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে তাদের।
সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠান শুরুতে লোকসংগীত পরিবেশন করেন শিল্পী লিপি সরকার। তারপর ফকির শাহাবুদ্দিনসহ আরও কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন।
এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে সমাবেশমঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার রাতে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই ২০ শর্তে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
এদিকে রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজপথ। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীর প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর নয়াপল্টনে ইতোমধ্যেই বিএনপির মহাসমাবেশ নেতাকর্মীদের ঢল নেমেছে। লোকারণ্য নয়াপল্টন।
দুই দলকে বিশটি শর্ত সাপেক্ষ নিজ নিজ কাঙ্খিত জায়গায় মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও, সমাবেশকে ঘিরে রাজধানীব্যাপী বৃহস্পতিবার থেকে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। র্যাব, ডিবি, পুলিশসহ সড়কে সতর্ক অবস্থানে আছে বিজিবিও। যেকোনো ধরনের সহিংসতা এড়াতেই এই তৎপরতা বলে জানিয়েছেন বাহিনী প্রধানরা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের