আই নিউজ প্রতিবেদক
রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিক হতাহতের ঘটনায় ওনাবের নিন্দা

শনিবার রাজধানী ঢাকায় বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি চলার সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলা এবং কাকরাইলে রিকসা থেকে পড়ে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন (ওনাব)।
ওনাবের সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ এবং তা জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু এই কাজ করতে গিয়ে কেউ যদি আক্রমনের শিকার হয় সেটা খুবই দুঃখজনক। আমরা পেশাগত দায়িত্বপালনের সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আহত সাংবাদিকদের চিকিৎসা এবং নিহত রফিক ভূঁইয়ার পরিবারকে সহযোগিতা করার জন্য সংশ্লিস্টদের প্রতি দাবি জানাচ্ছি।
সর্বোপরি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের নিরপাত্তা নিশ্চিত করতে সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানিয়েছে ওনাব।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের