আই নিউজ প্রতিবেদক
ঢাকায় রাজনৈতিক স হিং স তা: ৭ দেশের উদ্বেগ প্রকাশ

রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেয়া যৌথ বিবৃতি। ছবি- সংগৃহীত
ঢাকায় রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন। পাশাপাশি ২৮ অক্টোবরের সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে হওয়া সংঘর্ষে এক পুলিশ সদস্য ও একজন সংবাদকর্মীসহ মোট ৩ জন নি হ ত হয়েছেন।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সাক্ষর করেছে।
-
রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিক হতাহতের ঘটনায় ওনাবের নিন্দা
-
বিএনপির সংঘর্ষের সময় আহত সাংবাদিকের মৃ ত্যু
এ সাত দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সকল পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের