আই নিউজ ডেস্ক
গাজীপুরে পুলিশের গুলিতে এক গার্মেন্টসকর্মী নি হ ত

নি হ ত গার্মেন্টসকর্মী রাসেল হাওলাদার (২৬)। ছবি- সংগৃহীত
গাজীপুরের বাসন থানার মালেকের বাড়ি এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের উপর পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬) এক গার্মেন্টসকর্মী নি হ ত হয়েছেন বলে জানা গেছে।
রাসেল হাওলাদার ঝালকাঠি সদর থানার বিনয়কান্দি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। চাকরির সুবাদে মালেকের বাড়ির এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন রাসেল। গার্মেন্টসের বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।
সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা রাসেলের সহকর্মী আবু সুফিয়ান বলেন, ‘আমি ও রাসেল হাওলাদার দুজনেই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আজ সকালে আমি খবর পাই, বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার সহকর্মীর বুকে গুলি লেগেছে। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মৃত বলে জানান।’
নিহত রাসেল হাওলাদারের সঙ্গে আসা টঙ্গী পূর্ব থানার কনস্টেবল তিলক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে আহসানুল্লাহ মাস্টার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘রাসেল হাওলাদারের মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাসন থানাকে জানিয়েছি।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের