আই নিউজ প্রতিবেদক
২০০ পোশাক কারখানা বন্ধ রেখেছেন মালিকরা
আন্দোলনরত পোশাক শ্রমিকরা। ছবি- সংগৃহীত
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের মাঝে গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন কারখানা মালিকরা। তাঁদের আশঙ্কা, কারখানা খোলা রাখলে শ্রমিকদের চলমান বিক্ষোভ আরো ছড়িয়ে পড়তে পারে।
এদিকে জানা গেছে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে শুরুতে মালিকপক্ষ যে প্রস্তাবনা দিয়েছিল; সবকিছু বিবেচনায় এখন তার চেয়ে বৃদ্ধি করতে রাজি হয়েছে। চলতি মাসের মাঝামাঝি ন্যূনতম মজুরি মজুরি বোর্ডের পরবর্তী সভায় এ বিষয়ে নতুন প্রস্তাবনা দেবে মালিকপক্ষ। এর পর বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এবং ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।
বুধবার (১ নভেম্বর) রাজধানীর মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক আটকে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। সাভারেও একইভাবে কিছু শ্রমিক বিক্ষোভ প্রদর্শনে নেমেছিলেন। যদিও গাজীপুরের অবস্থা ছিল কিছুটা শান্ত।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আলোচনা ভালো হয়েছে। মালিকপক্ষ আগের চেয়ে নমনীয় হয়েছে। আর মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, আমরা আগে যে মজুরি প্রস্তাব দিয়েছিলাম, তার থেকে মজুরি কিছুটা বাড়বে। কত বাড়বে, তা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সভায় জানানো হবে।
অপরদিকে, বুধবার (১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভা যখন চলছিল, তখন পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর উত্তরার কারযালয়ে মালিকেরা বৈঠক করছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, শ্রমিকদের বিক্ষোভের কারণে কারখানা বন্ধ করা হলে সেটি হবে শ্রম আইনের ১৩(১) ধারায়। এই ধারায় বলা হয়েছে, বেআইনি ধর্মঘটের কারণে মালিক কারখানা বন্ধ করতে পারবেন। এ রকম বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
উল্লেখ, পোশাক কারখানায় প্রতি পাঁচ বছর পরপর নতুন মজুরিকাঠামো হয়। মালিক, শ্রমিক ও সরকারপক্ষের প্রতিনিধির সমন্বয়ে গঠিত বোর্ড মজুরি হার প্রস্তাব করে। শ্রম মন্ত্রণালয় তা ঘোষণা করে। সেই প্রেক্ষিতে সর্বশেষ ২০১৮ সালে শ্রমিকদের নূন্যতম মজুরি ৮ হাজার টাকা করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের