আই নিউজ প্রতিবেদক
বিএনপি চাইলে তাদের কার্যালয়ে যেতে পারে: ডিএমপি
ফাইল ছবি
বিএনপির মহাসমাবেশ ছিল গত অক্টোবরের ১৮ তারিখ। সেদিন সমাবেশ শুরুর হবার পূর্বেই সংঘর্ষের শুরু হয়ে যায়। এরপর থেকে তালা ঝুলছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। কার্যালয়ের বাইরে বেড়েছে পুলিশি তৎপরতা। সারাদেশে গ্রেফতার, আটকের জন্য বিএনপি উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এখন লুকিয়ে আছেন। এমন অবস্থায়, রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে পুলিশ কার্যালয়ে বিএনপির কার্যালয় ঘেরাও করে রাখায় খোলা যাচ্ছে না কার্যালয়।
যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপির কার্যালয়ে তারা নিজেরাই তালা ঝুলিয়ে রেখেছে। সেখানে সারা বছর পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকে। আমরা তারই ধারাবাহিকতায় সেখানে পুলিশের পাহারা রেখেছি। বিএনপি চাইলে তাদের কার্যালয়ে সব ধরনের কার্যক্রম চালাতে পারবে। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নেই।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধে নাশকতা-অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে তিনি ওই হাসপাতালে যান।
অবরোধে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস: ডিএমপি কমিশনার অবরোধ কর্মসূচিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন, অবরোধের নামে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সেসব যানবাহনে যারা যাত্রী ছিলেন তারাসহ গাড়ির চালক, সহকারীদের নৃশংসভাবে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। নাঈম নামের একজন হেলপারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার সঙ্গে দগ্ধ একজনসহ অনেকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
তিনি বলেন, আহতদের পুলিশের পক্ষ থেকে দেখতে এসেছি। সমবেদনা জানাতে এসেছি। আহত বাসের শ্রমিকদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, আহতদের পরিবার, বাস মালিক, মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। এ নৃশংসতা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় আরও কয়েকজনসহ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তারা যেখানেই লুকিয়ে থাকুক তাদের কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের