আই নিউজ ডেস্ক
দেশ জুড়ে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন

র্যাবের টহল দল। ছবি- সংগৃহীত
দেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার তা প্রত্যাখান করেছে। তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে দেশে আজ অর্ধদিন হরতালের ডাক দিয়েছে বামদলগুলো। ইসলামি আন্দোলন বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের ডাক দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪৬০ টইল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতেই মোতায়েন করা হয়েছে র্যাব ফোর্সেস এর ১৬০ টহল দল ।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
উল্লেখ, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি হবে বলে জানিয়েছে। সে হিসেবে ভোটের বাকি আর ৫২ দিন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন দাখিল করতে হবে। সে হিসেবে, বিএনপি নির্বাচনে অংশ নিবে কী-না সে সিদ্ধান্ত নিতে সময় আছে আর মাত্র ১৪ দিন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের