নিজস্ব প্রতিবেদক
শীতের অনুভূতি বাড়তে পারে আজ

আর চারদিন পরেই শুরু হবে শীতকাল। এখন হেমন্তে বিদায়ের সুর। ছবি- সংগৃহীত
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্টি গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর থেকে যেন বেশ ঝেঁকে বসেছে শীত। যদিও অগ্রহায়ণের শেষদিক হলেও দেশে সে অনুযায়ী শীত এখনো পড়েনি। তবে, এখন হেমন্তের বিদায়ের বেলা। এরপরেই শীতকালের আগমন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার শনিবারের চেয়ে শীত থাকতে পারে বেশি। শীত বাড়তে পারে রোববার থেকে।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শীতের তাপমাত্রা আরও কমার এই পূর্বাভাস জানায় আবহাওয়া অধিদপ্তর। শীতকাল আগমনের এই সময়ে দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এই সময়ে দিনের চেয়ে রাতে তাপমাত্রা একটু বেশি কমছে। যেমন, শনিবারের মতো রোববারও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে, তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়ার বেশি কমে যেতে পারে রাতের বেলা।
সেই সঙ্গে শেষ রাত থেকে সোমবার (১১ ডিসেম্বর) পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্টি গুঁড়িগুঁড়ি বৃষ্টির ভরা আমনের মৌসুমে বিপাকে পড়েছে এমন চাষী ও রবিশস্য চাষাবাদ করা কৃষকরা। বৃষ্টি শেষ হলেও গেলো দুই দিন ধরে পর্যাপ্ত রোদ পাওয়া যাচ্ছে না। আজকে সকাল থেকেও আকাশে মেঘ থাকায় রোদের দেখা মিলেছে দেরিতে। এতে করে ধান শুকিয়ে ঘরে তোলতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের।
রবিশস্যের মধ্যে নতুন আলু তোলার এখন ভর মৌসুম। কিন্তু, বৃষ্টিতে বিপাকে পড়েছেন কিছু এলাকার আলু চাষীরাও। বৃষ্টির পানি জমে গিয়ে আলু নষ্ট হবার উপক্রম। এমন অবস্থায় আবহাওয়া পরিবর্তনের অপেক্ষায় কৃষকরা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের