আই নিউজ প্রতিবেদক
নির্বাচনে ৩০০ আসনে লড়বেন ১ হাজার ৮৯৬ প্রার্থী

নির্বাচনে ৩০০ আসনে লড়বেন ১ হাজার ৮৯৬ প্রার্থী। ছবি- আই নিউজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া প্রার্থীদের সংখ্যা সবশেষ দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন শেষে এই হিসেব দিয়েছে নির্বাচন কমিশন।
বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না আসায় এবার মূল আলোচ্য দলগুলো হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় শরিক দলগুলো। এরিমধ্যে আসন সমঝোতা শেষে প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা।
এবছর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছেন ২৬৩ জন। তাঁরা সবাই দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। পাশাপাশি আওয়ামী লীগের জোটসঙ্গীরাও আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন। তবে, এ নির্বাচনে সংখ্যায় সবচেয়ে বেশি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা। ৩০০ আসনে আওয়ামী লীগের ২৬৯ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। এদেরমধ্যে অনেকেই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। কোনো কোনো এলাকায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। যা আওয়ামী লীগের শরিক দলগুলোসহ জাতীয় পার্টির ভাগে পাওয়া আসনের প্রার্থীদের দুশ্চিন্তায় রাখছে।
২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী ছিলেন ১ হাজার ৮৬১ জন। সে হিসেবে এবার ৩৪ জন প্রার্থী বেড়েছে। এরমধ্যে স্বতন্ত্র ছিলেন ১২৮ জন। কিন্তু, দ্বাদশ জাতীয় নির্বাচনে সবমিলিয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা চার শর কাছাকাছি।
অবশ্য প্রার্থী বাড়তে পারে আরও। রিটার্নিং কর্মকর্তার বাছাই বা ইসির আপিলে যারা প্রার্থীতা হারিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে যাইয়ার সুযোগ পাবেন। ভোটের আগে তাঁরা প্রার্থীতা ফিরে পেলে নির্বাচনে অংশ নিতে পারবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ আওয়ামী লীগ প্রথমে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। বাছাই ও আপিল শেষে দলটির বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৯৩ জন। যদিও, সবশেষ জাতীয় পার্টি ও ১৪ দলীয় শরিকদের সঙ্গে সমঝোতায় আরও ৩২ জনকে সরিয়ে নেয় আওয়ামী লীগ। এতে এই নির্বাচনে অংশ নিতে যাওয়া আওয়ামী লীগ প্রার্থীর সংখ্যা হয়েছে ২৬৩ জন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের