আই নিউজ ডেস্ক
খালেদা জিয়াকে আবার হাসপাতালের ভর্তির কারণ
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আবারও এনে ভর্তি হয়েছে। তাকে হাসপাতালে আনার কারণ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।
বুধবার (১৩ মার্চ) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে (বুধবার) ইফতারের পরে উনার শারীরিক নিয়মিত যে চেকআপ, সেটি করার জন্য এভারকেয়ার হসপিটালে এসেছিলেন এবং হসপিটালে আসার পর মেডিক্যাল বোর্ডের সদস্যরা উনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং কিছু কিছু কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। পরীক্ষা পরবর্তীতে উনার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন রয়েছে।
‘সে জন্যই আজকে রাত্রে উনাকে ভর্তি করা হয়েছে এভারকেয়ার হসপিটালে এবং উনি এভারকেয়ার হসপিটালে ভর্তি থাকা অবস্থায় উনার কিছু নিয়মিত পরীক্ষা আরও হবে। হওয়ার পরবর্তী মেডিক্যাল বোর্ডের সম্মানিত সদস্যরা সবাই বসবেন। সুন্দরভাবে যাতে উনার সুস্থতা আরও বেশি ত্বরান্বিত করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সে জন্যই উনি আজকে এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন।’
খালেদা জিয়া দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘আর উনি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে সারা দেশের মানুষকে রমজানুল মোবারক জানিয়েছেন এবং রোজার জন্য সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনার জন্য দোয়া করার জন্য উনি আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।’
বিএনপির মিডিয়া সেল জানায়, গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রাত সাড়ে সাতটার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের