আই নিউজ প্রতিবেদক
ঝালকাঠিতে সড়কে ত্রিমুখী সংঘ*র্ষে ১১ জনের মৃ-ত্যু
দুর্ঘটনার চিত্র। ছবি- সংগৃহীত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রা ণ হা নি র ঘটনার পর আজ বুধবার ঝালকাঠিতে ট্রাক-মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নি হ ত হয়েছেন। এ দু*র্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের গাবখান ব্রিজের টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘ*টনা ঘটে।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল (পিপিএম-সেবা) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের থেকে জানা যায়, দুপুর ২টার দিকে রাজাপুরের দিক থেকে বরিশালের উদ্দেশ্যে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ থেকে নামার সময়ে নি য় ন্ত্র ণ হারায়। এ সময় টোল প্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধা ক্কা দিয়ে নিয়ে খা দে প ড়ে ট্রাকটি। ট্রাকের ক্ষ তি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দু ম ড়ে-মু চ ড়ে বি ধ্ব স্ত হয়।
স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উ দ্ধা র অভিযান চালান। এতে র ক্তা ক্ত অনেক দেহ বের করা হয়। উ দ্ধা র করা ক্ষ ত বি ক্ষ ত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে ১১ জনকে মৃ ত ঘোষণা করা হয় এবং ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গু রু ত র আ হ ত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাৎক্ষণিক ভাবে নি হ ত দে র নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান ব্রিজ টোল প্লাজায় ট্রাক নিয়ন্ত্রণ হা রি য়ে একটি মাইক্রোবাস ও অটোকে নিয়ে খা দে প ড়ে। টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকজন হ তা হ ত হন। এতে শিশুসহ ১১ জনের মৃ ত্যু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উ দ্ধা র অভিযান অব্যাহত রেখেছে।
আই নিউজ/ এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের