আই নিউজ প্রতিবেদক
কবে খুলবে ফেসবুক?

ছবি- অনলাইন থেকে
দেশে কোটা সংস্কার আন্দোলনের জের ধরে সহিং/সতা ও সংঘর্ষে/র কারণে ব্যাপক ক্ষতি হয়েছে দেশের ইন্টারনেট খাতের। অনলাইন ভিত্তিক বিভিন্ন ব্যবসায় ধ্বস নেমেছে দীর্ঘ সময় ইন্টারনেট শাটডাউনের কারণে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে সিমীট পরিসরে ওয়াইফাই সেবা চালু হলেও ফেসবুক, টিকটক, টুইটারসহ নানা সোশ্যাল সাইট এখনো বন্ধই রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কবে খুলবে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইটগুলো।
ফেসবুক চালুর বিষয়ে জানতে চাওয়া হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে। যদিও সুস্পষ্ট কোনো উত্তর দেননি তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকের কোনো জবাবদিহি নেই। তারা একেক দেশে একেক ধরনের আচরণ করে। বুস্টিংয়ের মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু দেশের নিয়ম মানছে না। বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার। এর জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে হাজির হতে বলা হবে। তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচনা করে দেখব।
এ সময় ফেসবুকের বিকল্প মাধ্যম গড়ে তোলার পরামর্শ দিয়ে পলক বলেন, বাংলাদেশ একটি বড় বাজার। এখানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তাই নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির চ্যালেঞ্জ নেওয়ার জন্য উদ্যোক্তাদের অনুরোধ জানাচ্ছি।
মোবাইল ডেটা চালু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী শুক্র বা শনিবার মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে বৈঠক করে রোববার-সোমবারের মধ্যে মোবাইল ডেটা চালুর চেষ্টা করা হচ্ছে।
গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের