আই নিউজ ডেস্ক
আনিসুল-সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
নারায়ণগঞ্জের পাগলা এলাকা দিয়ে নৌকাযোগে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
সাবেক সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। নারায়ণগঞ্জের পাগলা এলাকা দিয়ে নৌকাযোগে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেফতারের মামলায় ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পুলিশের হাতে গ্রেফতার হন আনিসুল হক ও সালমান এফ রহমান। গ্রেফতারের পর মঙ্গলবার রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।
ডিবি সূত্র বলছে, আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচার গুলি চালানোর ‘ইন্ধনদাতা’ হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ।
একইসঙ্গে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় বিগত সরকারের এই দুই শীর্ষ কুশীলবকে গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল ডিএমপি পুলিশ কমিশনার মাইনুল হাসান নিশ্চিত করেন যে, নৌ-পথে ‘পালানোর সময়’ রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের