Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ১৯ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন আবহাওয়া অধিদফতরের পরিচালক

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান। ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান। ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন। অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি পদত্যাগ করেন। আবহাওয়া অধিদফতরের একাধিক কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, নয় দাবি জানিয়ে আবহাওয়া অধিদফতরে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে আবহাওয়া অধিদফতরের পরিচালককে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে অধিদফতরের পরিচালক পদত্যাগ করেন। 

এর আগে রোববার দুপুর ১২টায় আবহাওয়া অধিদফতরের সামনে মানববন্ধনের মাধ্যমে এই আল্টিমেটাম দেন তারা। 

তাদের দাবিগুলো হলো- নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন। নতুন নিয়োগ বিধি সংশোধন পূর্ব কর্মকর্তা /কর্মচারীদের পদোন্নতি অবিলম্বে চালু করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করা। দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আলোতে আনা। পূর্বের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা। পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রধান নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা। ২০১৬ সাল থেকে স্থগিত পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে চালু করে স্থিত পদের অর্ধেকের বেশি শূন্য পদ দ্রুত পূরণের মাধ্যমে আবহাওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা। হয়রানি মূলক বদলি দূর করা। টেন্ডার বাণিজ্য দূর করা। অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা। কর্মচারীদের মেধা সততা কর্মদক্ষতাকে বিবেচনা নিয়ে তাদের সঠিক মূল্যায়ন করা ও পদায়ন করা। সুন্দর ও সুস্থ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়