রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
১৬ বছরের অনিয়ম ১৬ দিনে দূর হবে না: জামায়াতের আমির
ভানুগাছ বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি- আই নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনগণ আর কখনো জালিম সরকার দেখতে চায় না। জালিম কোন সরকার যেন আর ফিরে না আসে।’
শনিবার (২৪ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে বন্যা কবলিতদের মধ্যে উপহার হিসেবে ত্রাণ বিতরণ করেন তিনি।
কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক মিয়ার সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
১৬ বছরের অনিয়ম ১৬ দিনে দূর করা সম্ভব নয় উল্লেখ করে পথসভায় জামায়াতের আমির বলেন, ‘অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। যারা নিহত হয়েছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন, আর যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ করে দিন। অনেক ত্যাগের পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন কোন জালিম সরকার ফিরে না আসে। এ দেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নেই। এ দেশ সবার।’
ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জালিম সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল? আল্লাহ-তায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র-তরুণ-যুবকদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে দেশ থেকে আওয়ামী জালিম সরকার পালিয়েছে।’
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাড. ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহ জাহান আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের