Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ১৩ অক্টোবর ২০২৪

কেমন থাকবে আজকের আবহাওয়া?

ফাইল ছবি

ফাইল ছবি

আজ আশ্বিনের ২৮ তারিখ। রোজ রোববার। গেল কয়েকদিন ধরেই দেশের আবহাওয়া রোদ-বৃষ্টি মেশানো। কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো আবার দেখা মিলছে তপ্ত রোদের। এমন অবস্থায় অনেকেই জানতে চাইছেন কেমন থাকছে আজকের দিনের আবহাওয়া?

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমকালকে বলেন, সারাদেশে থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। এটি এখন চট্টগ্রাম পার করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানবে না।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর এখন থেকে অস্থায়ী বৃষ্টি হবে। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আর থাকবে না। এরপর আস্তে আস্তে শীতের আবহাওয়া চলে আসবে। 

আজ রোববার সকাল ৯টার আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে। গতিবেগ থাকবে ৮ থেকে ১৫ কিলোমিটার। 

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৯৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হয় ৫টা ৩৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৫৬ মিনিটে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল ছাড়া বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্ঠাংশ থেকে বিদায় নিতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়