Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব

সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই’— রাষ্ট্রপতির এমন মন্তব্যকে ঘিরে সরকারের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতির এমন বক্তব্যের পর তার পদত্যাগসহ নতুন করে ৫ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে বঙ্গভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।’

বুধবার (২৩ অক্টােবর) সকালে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সকালে বিএনপির একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন তারা।

প্রতিনিধিদলে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো কথা হয়েছে কি-না সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ‘এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।’

এর আগে সকাল ১১টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়