Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৮ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাস কাঁপন ধরিয়ে দিচ্ছে। একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি কমে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় শ্রমিক মাজেদুল ইসলাম বলেন, শীত এসে পড়েছে। ভোরে কাজ করার সময় হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়বে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়