Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:২২, ২৭ নভেম্বর ২০২৪
আপডেট: ১৩:৫২, ২৭ নভেম্বর ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর

আদালতে প্রাঙ্গণে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামছেন আব্দুস শহীদ। ছবি- আই নিউজ

আদালতে প্রাঙ্গণে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামছেন আব্দুস শহীদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার-৪ আসনের সাবেক সাংসদ, সাবেক কৃষিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে ২০১৮ সালে ঘটিত বিস্ফোরক আইনে শ্রীমঙ্গল থানায় করা মামলায় এই রিমান্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজারের দুই নং আমুলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডিশনাল পিপি এডভোকেট আবুল হোসেন মোহাম্মদ মাশুক। আর আসামী আব্দুস শহীদের পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী। এছাড়াও এদিন আদালতে আসামী পক্ষের হয়ে ৫০ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে, আসামীর বয়স ও বার্ধক্যজনিত বিষয় বিবেচনা করে অবশেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

বুধবার সকাল ১০টা ০২ মিনিটে কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে কারাগার থেকে এনে আদালতে তোলা হয়।

মো. আব্দুল আহাদ নামের একজন শ্রীমঙ্গল থানায় এই মামলাটি করেন গত ২৪ অক্টোবর ২০২৪।

মামলার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়- ২০১৮ সালের ১২ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলার ভুজপুর বাজারে নির্বাচনী পথসভা চলাকালীন সময়ে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নির্দেশে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত সন্ত্রাসীরা। এসময় তারা প্রতিপক্ষের উপর হা ম লা চালায় এবং একটি নোহা গাড়ি ভাঙচুর করে। সেসময় আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করতে পারেননি ভুক্তভোগী। 

এর আগে গত ২৮ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়