Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

প্রকাশিত: ১৫:১৪, ৬ জুলাই ২০১৯
আপডেট: ১৫:১৪, ৬ জুলাই ২০১৯

দেশ খাদ্য রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছে-পরিবেশ মন্ত্রী

বড়লেখা : দেশ খাদ্য রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছে। কিভাবে শেখ হাসিনা বাংলাদেশকে এত তাড়াতাড়ি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করলেন। বিশ্বে এটির প্রশংসা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ মন্তব্য করেছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাচ্ছে। এই উন্নয়ন বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তাঁরা বলে বাংলাদেশ একটা মডেল। শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ হতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘বড়লেখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় লোকজন যারা ভিক্ষা করতেন। তাঁদের আর্থিক সহায়তা, প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এ কারণে তাঁরা এখন এই পথ ছেড়ে দিয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম আল ইমরান, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী তাওহিদ মনোয়ার প্রমুখ।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়