Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

প্রকাশিত: ১০:৩০, ২৮ মে ২০১৯
আপডেট: ১১:৫৩, ২৮ মে ২০১৯

মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ মায়ের মুখে খাবার তুলে দিতে দ্বারে দ্বারে ভিক্ষা করছে ৬ বছরের শিশু ভাগ্যশ্রী। ভারতের কর্ণাটকের কপাল জেলায় এ ঘটনাটি ঘটে।   এনডিটিবির এক খবরে বলা হয়, ভাগ্যশ্রীর বাবা তাঁদেরকে ছেড়ে চলে গেছেন অনেক আগেই। মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। কিন্তু অসুস্থ মায়ের খাওয়ার মত কিছু নেই। তাই মায়ের খাবার জোগাড় করার জন্য ভিক্ষা করছে ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী সাংবাদিকদের জানায়, আমার বাবা নেই। আমি চাই আমার মা ভাল হয়ে উঠুক। আর আমার কাছে কোন টাকা নেই তাই মাকে বাঁচাতে ভিক্ষা করছি। জানা যায়, ওই হাসপাতালে বিভিন্ন লোকের কাছ থেকে সাহায্য নিয়ে ভাগ্যশ্রী মাকে খাওয়াচ্ছে। এছাড়াও ৬ বছরের ওই শিশু মায়ের সেবা করাসহ তার মাকে পরিস্কার-পরিচ্ছন্ন করছে। ঘটনাটি ওই হাসপাতালের সবার মাঝে ছড়িয়ে পড়লে ব্যাপারটি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর দফতর বরাবর এ ঘটনার খবরটি পৌঁছায়। নারী ও শিশু কল্যাণ বিভাগকে ভাগ্যশ্রী ও তার মায়ের দেখভালের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর দফতর। জানা যায়, নারী ও শিশু কল্যাণ বিভাগ ভাগ্যশ্রী ও তার মায়ের দেখভালের দায়িত্ব নিয়েছে। এছাড়াও ভাগ্যশ্রীর পড়ালেখার খরচও চালাবে ওই বিভাগ। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়