Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ১১:৫২, ২৬ আগস্ট ২০১৯
আপডেট: ১১:৫২, ২৬ আগস্ট ২০১৯

তিন বিচারপতিকে অপসারণের বিষয় পরিষ্কার না: আইনজীবী ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক: বিচারপতিরা আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত হলে সেটা যেমন দুর্নীতি, তেমনি তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করাও দুর্নীতি বলে মন্তব্য করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদিন এসব কথা বলেন।

জয়নুল আবেদিন বলেন, সম্প্রতি তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা এখনও পরিষ্কার নয়। তারা কি আর্থিক দুর্নীতিগ্রস্ত? না অন্য কিছু, তা আমরা জানি না।’

জয়নুল আবেদিন আরো বলেন, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সব দুর্নীতির বিরুদ্ধে। বিচার বিভাগ থেকে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সব ধরনের দুর্নীতির বিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা কামনা করি। কিন্তু আমরা দেখতে পারছি দেশের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) এবং আইনমন্ত্রী বিষয়টি পরিষ্কার করছেন না। এটি দুঃখজনক।

এছাড়া বিচারপতি নিয়োগে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন তিনি। আদালতে বিচারপতি নিয়োগ বিধিমালা তৈরি করে নিয়োগ করা একান্ত প্রয়োজন। এতে বিচার বিভাগে দুর্নীতি কমে আসবে বলেও তিনি দাবি করেছেন।

পরে ‘বিচার বিভাগের দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করা এবং সংবিধান অনুযায়ী বিচারপতি নিয়োগে বিধিমালা প্রণয়নের দাবিতে’ আগামী বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সব জেলা সমিতিতে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।

আয়োজক সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন− মুখপাত্র ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট কেএম জাবির, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট গোলাম রহমান প্রমুখ।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়