Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

প্রকাশিত: ০৪:৫২, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ০৪:৫২, ২৮ আগস্ট ২০১৯

পাকিস্তানের আকাশপথে নিষিদ্ধ হচ্ছে ভারত

জম্মু-কাশ্মিরে বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর ভারতের সঙ্গে চির বৈরী দেশ পাকিস্তানের উত্তেজনা ও বিরোধিতা বেড়েই চলেছে। একে অপরকে ঘায়েল করার পথে হাঁটছে। এরই ধারাবাহিকতায় এবার ভারতের জন্য সব আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ইমরান খান সরকার।

এক টুইটার বার্তায় পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এমন তথ্যই জানিয়েছেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের বিমানগুলোর পাকিস্তানের আকাশ পথ ব্যবহারে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা পুনরায় বহাল করার কথা ভাবছে। মঙ্গলবারের (২৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত পাকিস্তানি স্থলপথ ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনায় উঠে এসেছে।’

তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বৈধ আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়টি বিবেচনাধীন আছে আছে বলেও জানান তিনি।

কাশ্মির ইস্যুতে ফাওয়াদ তার টুইট বার্তায় লিখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছেন। শেষটা করবো আমরা।’

এরইমধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানে গভর্নর হাউসে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের তথ্যবিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান আগুনে ঘি ঢেলে দিয়ে বলেছেন, ‘ভারত যুদ্ধ চাপিয়ে দিলে পাকিস্তান তা শেষ করবে। এই যুদ্ধ শুধু শ্রীনগর অথবা জম্মুতে শেষ হবে না। তা শেষ হবে দিল্লিতে। মুসলমানদের রক্ষা করার এই যুদ্ধে পাকিস্তানের প্রত্যেক সেনা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’

ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান কখনও যুদ্ধ শুরু করবে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনও করবে না। কিন্তু যুদ্ধ চাপিয়ে দেয়া হলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশাপাশি প্রত্যেক নাগরিক এ যুদ্ধে অংশ নেবে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার মাধ্যমে জম্মু ও কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণা দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর মধ্য দিয়ে রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মির এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টির সিদ্ধান্ত হয়। তাতে ১৯৪৭ সালে কাশ্মিরকে সংযুক্তকরণের সময় করা প্রতিশ্রুতিও ভঙ্গ করা হয়। এ নিয়ে ভারতের হাইকমিশনারকে বহিষ্কার করে ইমরান খান সরকার।

ইতোমধ্যে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার পাশাপাশি ভারতের সঙ্গে রেল ও বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এবার বন্ধ হচ্ছে ভারতের জন্য আকাশপথ।

তবে ভারত সরকার শুরু থেকে পাকিস্তানকে ‘বাস্তবতা’ উপলব্ধির আহ্বান জানাচ্ছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়