Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ০৮:০৮, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:০৮, ২৮ আগস্ট ২০১৯

'চামড়া সংগ্রহে বিশৃঙ্খলা ঠেকাতে নতুন উপায় খোঁজা হবে'

ঢাকা: চামড়া ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিশৃংখলা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় ভবিষ্যতে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে বড় ধরনের বিশৃংখলা ও সংকট যেনো তৈরি না হয় সেজন্য নতুন উপায় বের করার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারন করে দিলেও তা কার্যকর করা যায়নি। এবার চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের আগ্রহ ছিল না। বার বার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানেননি। তাই এবারের মত বিশৃংখলা যাতে আগামী বছর না হয় এবং সাধারণ মানুষকে চামড়া নষ্ট করতে না হয় সেজন্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও আমদানি করা এ পেঁয়াজের দাম বেড়েছে। সংবাদ সম্মেলনে এই দাম বাড়ার প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য সচিব মফিজুল হক বলেন, যে পরিমাণে দাম বাড়ানো হয়েছে তাতে বড় ধরনের প্রভাব পড়বেনা।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়