আপডেট: ১০:০৯, ২৮ আগস্ট ২০১৯
শান্ত-আফিফের চোখ ধাঁধানো ম্যাচে বড় সংগ্রহে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম টেস্টে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। বড় সংগ্রহে ভূমিকা রেখেছেন জাকির হাসান ও নাঈম হাসানও।
প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ইমাজিং দলের রান দাঁড়িয়েছে ৩৬০। চার উইকেটে ২৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে বুধবার (২৮ আগস্ট) গুটিয়ে যাওয়ার আগে দলীয় স্কোরে জমা পড়ে আরও ১২৭ রান।
দ্বিতীয় দিন ১২৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৩৩ রানে উইকেট ছাড়া হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ২৬৯ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও একটি ছক্কার মার। অনবদ্য ইনিংসটি খেলার পথে আফিফ হোসেনের (৫৪) সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন নাজমুল। জাকির হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৫৫ রানের জুটি।
শান্তর আউট হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৪৯ রান। পরে জাকির (৪৯) ও নাঈম হাসানের (৩৬) ব্যাটে বড় সংগ্রহ পায় স্বাগতিক দল।
খুলনার শেখ আবু নামের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অফ স্পিনার রমেশ মেন্ডিস চার উইকেট নেন। দুটি করে উইকেট নেন অসিতা ফের্নান্দো ও কানালা পেরেরা।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের