Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৪ ১৪৩২

প্রকাশিত: ১১:৫১, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ১২:২০, ২৮ আগস্ট ২০১৯

বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার ৪শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী স্ত্রীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান আলী (৩৫) বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণ পাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ও তানজিলা খাতুন (২৮) তার স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বালুন্ডা দক্ষিণ পাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে পাচারকারীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছয় হাজার চারশ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলী ও তার স্ত্রী তানজিলা খাতুনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়